শেয়ারনিউজ ডেস্ক: ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম গত পাঁচ মাসের মধ্যে শুক্রবার সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টেসলার প্রধান নির্বাহী, উদ্ভাবক ও উদ্যোক্তা ইলন মাস্ক বৃহস্পতিবার কমেডিয়ান জো রোগানের সঙ্গে একটি লাইভ ভিডিওতে গাঁজা ও হুইস্কি খেতে খেতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠানে এক সময় জাপানের বিশেষ সামুরাই তলোয়ার নাচাতেও দেখা যায় মাস্ককে।
একই সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে জানায় মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্ট।
এই মাসেই মাস্ক বলেছিলেন, টেসলাকে প্রাইভেট কোম্পানি হিসেবে কিনে নেয়ার জন্য তিনি তহবিল সংগ্রহ’ করেছেন।
তবে অচিরেই জানা যায়, টেসলাকে কিনে নেয়ার মতো টাকা মাস্কের নেই। ফেডারেল কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
বৃহস্পতিবারের সাক্ষাৎকারে মাস্ক অবৈধ কিছু করেছেন তা বলা যাচ্ছে না। কারণ, ক্যালিফোর্নিয়াতে বিনোদনের জন্য গাঁজা খাওয়া বৈধ।
শুক্রবার একটি ব্লগ পোস্টে মাস্ক টেসলার সাত কর্মকর্তার পদোন্নতি ঘোষণা করেন এবং নতুন বিভিন্ন পণ্য তৈরির কথা ঘোষণা দেন। একই সঙ্গে তিনি তার প্রতিষ্ঠানের সমর্থকদের মিডিয়ার নেতিবাচক প্রতিবেদন উপেক্ষা করার আহ্বান জানান।
এগুলো একদম পাত্তা দিবেন না। ফলাফলটাই মুখ্য এবং আমরা মোটরগাড়ির শিল্পের ইতিহাসে একটা চমকে দেয়ার মতো সময়ে আছি’ বলেন মাস্ক।