নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবেনা। গত ১০ বছরে এই ঈদের পর আন্দোলন, সেই ঈদের পর আন্দোলন, এমন করতে করতে তারা বিশটি ঈদ পার করেছেন।
কিন্তু তাদের আন্দোলন আর আলোর মুখ দেখেনি। আগামী দুই মাসের মধ্যেও আর কোন আন্দোলন হবে না। দিনে দিনে এখন বিএনপির ভোট কমে যাচ্ছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোর রেল স্টেশনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
আগামী দিনে যার জনপ্রিয়তা বেশি রয়েছে শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবে উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, সকলের আমল নামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। কেউ লাফালাফি করে মনোনয়ন পাবেন না। যার গ্রহনযোগ্য রয়েছে সেই আওয়ামীলীগের প্রার্থী হবে।
এরআগে ট্রেন যোগে ওবায়দুল কাদের নাটোর রেল স্টেশনে আসেন। এসময় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ চৌধুরি, রাজশাহী বিভাগীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন।
এরআগে নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পরিচালনায় এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।