নিজস্ব প্রতিবেদক : গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে চীনের তিব্বতের সাংপো নদীর পানি। অতিরিক্ত বৃষ্টির কারণে পানির স্তর ওই উচ্চতায় পৌছেছে। তাই অতিরিক্ত পানি ব্রহ্মপুত্র নদীতে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে দিল্লীকে সতর্ক করেছে চীন। ভারত এ তথ্য পাওয়ার পর বাংলাদেশকেও বন্যার সতর্কবার্তা দিয়ে চিঠি দিয়েছে।
নয়াদিল্লির হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও চীনে বয়ে চলা অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে পানি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। চীন নদটির উজানে দেয়া বাঁধ খুলে দিলে বাংলাদেশে ব্রহ্মপুত্রের পানি ফুঁসে উঠতে পারে। ওই ফ্যাক্স বার্তাটি মূলত চীন ভারতকে পাঠিয়েছিল।
ভারত সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এতে বলা হয়, চীন ভারতকে সতর্ক করে বলেছে, তিব্বতে প্রচ- বর্ষণের কারণে তাশাংপোর (ব্রহ্মপুত্র নদের চীনা অংশ) পানি ৫০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। চীন বাঁধ খুলে অতিরিক্ত পানি ছেড়ে দিতে পারে। এই নদটি চীন থেকে ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয়েছে।
তাই চীন বাঁধ খুলে দিলে নদীটির বাংলাদেশ ও ভারত অংশে পানি ব্যাপক বৃদ্ধি পাবে। ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। চীনের সতর্কবার্তা আমলে নিয়ে আসাম ও অরুণাচলের রাজ্য সরকারকে সতর্ক থাকতে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার।