নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার রাইট শেয়ার বিক্রির প্রস্তাবে সংশোধন আনতে যাচ্ছে। ২০১৭-২০১৮ হিসাব বছরে স্টক ডিভিডেন্ড দেওয়ায় তারা রাইট প্রস্তাবে সংশোধন আনবে বলে জানা যায়।
এর আগে কোম্পানিটি ৮৮ কোটি টাকা মূলধন বাড়াতে বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে দুটি শেয়ার বিক্রির প্রস্তাব করেছে, যা বিএসইসির বিবেচনাধীন। এখন রাইট শেয়ার বিক্রির পরিমাণ কমিয়ে প্রায় ৫০ কোটি টাকা মূলধন উত্তোলনের পরিকল্পনা করছে বস্ত্রখাতের কোম্পানিটি।
কোম্পানি সূত্র জানিয়েছে, সম্প্রতি ডিভিডেন্ড হিসাবে বোনাস শেয়ার প্রদানের বিষয়ে ড্রাগন সোয়েটারের পর্ষদ সিদ্ধান্ত নেওয়ার কারণে এ সংশোধন জরুরী হয়ে পড়েছে। তাছাড়া ব্যবসা সম্প্রসারণে যতটা মূলধন প্রয়োজন, তার একটা অংশ বোনাস শেয়ার ইস্যু থেকে উত্তোলিত হবে বলে রাইটের হারেও পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছে।
গত মে মাসের প্রথম সপ্তাহে ড্রাগন সোয়েটারের পর্ষদ বিদ্যমান ১৩ কোটি ২০ লাখ শেয়ারের প্রতি তিনটির বিপরীতে দুটি নতুন শেয়ার বিক্রির প্রস্তাব করেছিল। অভিহিত মূল্য ১০ টাকা দরে এ প্রক্রিয়ায় কোম্পানিটির প্রায় ৮৮ কোটি ১৭ লাখ টাকা মূলধন সংগ্রহের প্রস্তাব ছিল। গত ২ জুলাই বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা পর্ষদের ওই প্রস্তাবে সম্মতি জানায়। এর পর তা অনুমোদনে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়।
বিএসইসি সূত্র জানিয়েছে, তারা এখনও কোম্পানিটির কাছ থেকে সংশোধনের কোনো প্রস্তাব পায়নি। তবে এ ক্ষেত্রে শেয়ার বিক্রির সংখ্যায় কোনো পরিবর্তন আনতে চাইলে কোম্পানিটিকে ফের ইজিএম করতে হবে।
প্রসঙ্গত, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আগামী ১২ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।