নিজস্ব প্রতিবেদক: ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ ওভারে ১১৭ রানে ১২ উইকেট নেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। এই ইনিংস দিয়ে দেশের মাটিতে উইকেট শিকারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন মিরাজ। এখন পর্যন্ত ১৮ টেস্টে মিরাজের উইকেট শিকার ৮৪টি। বোলিং গড়- ২৯ দশমিক ৭৮। সাতবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট ও দু’বার ম্যাচে দশ বা ততোধিক উইকেট নেন মিরাজ।
ঢাকা টেস্টে ১২ উইকেট নিয়ে দেশের মাটিতে সবচেয়ে বেশি শিকারের তালিকায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে যান মিরাজ। মাশরাফির শিকার ছিলো ৩৬ টেস্টে ৭৮টি। ঢাকা টেস্টের পর মাশরাফিকে টপকে গেলেন মিরাজ। দেশের মাটিতে সবচেয়ে উইকেট শিকার করার তালিকায় শীর্ষে রয়েছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। ৫৫ টেস্টে ২০৫ উইকেট নিয়েছেন সাকিব।
বাঁ-হাতি স্পিনার এনামুল হককে হটিয়ে ২০১৬ সালে বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিং ফিগার দাঁড় করিয়েছিলেন ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ঢাকার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৯ দশমিক ৩ ওভারে ১৫৯ রানে ১২ উইকেট নেন মিরাজ।
রোববার (১ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিলেন মিরাজ। ঢাকা টেস্টে মিরাজের বোলিং ফিগার ছিলো, ৩৬ ওভারে ১১৭ রানে ১২ উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নেন তিনি। ফলে পুরনো রেকর্ডটি ভেঙ্গে যায়। তবে নতুন রেকর্ডটি নিজের দখলেই রাখলেন মিরাজ। সেই সাথে ম্যাচের সেরাও হয়েছেন মিরাজ।