নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি স্ট্যাইল ক্রাফটের পরিচালক মো. শরীফ আলমাস রহমান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শরীফ আলামাস ২০ হাজার শেয়ার হস্তান্তর করবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট এক লাখ ৮ হাজার ১১০টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে ২০ লাখ শেয়ার আলমাস রহমানের স্ত্রী নুসরাত রহমান লোপার কাছে হস্তান্তর করা হবে। উল্লেখিত শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন পদ্ধতির বাইরে উপহার হিসাবে প্রদান করা হবে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলমাস রহমান তার স্ত্রীকে শেয়ার হস্তান্তর করতে পারবেন।
উল্লেখ্য, স্ট্যাইল ক্রাফটের মোট শেয়ারের মধ্যে ৫০.৩৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। আর ৭.৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২.০১ শতাংশ শেয়ার রয়েছে।