নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড আগামী ১৫ দিনের জন্য উৎপাদন (প্রসেস এবং অপারেশন ডিপার্টমেন্ট) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানিটি ডেলিভারি ও রিসিভ ডিপার্টমেন্টের কাজ চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিভিও পেট্রোকেমিক্যাল তাদের প্লান্টের মেশিনারিজ আপগ্রেড এবং মেইনটেনেন্স করবে। এসব কাজ সম্পন্ন করতে কোম্পানিটির প্রায় ১৫ দিন সময় লাগবে। যে কারণে কোম্পানিটির উৎপাদন আজ ১৭ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখিত প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই কোম্পানিটির উৎপাদন পুনরায় চালু করা হবে যা পরবর্তীতে বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।