জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
আকর্ষনীয় বেতন, কমিশন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ প্রতিষ্ঠিত ব্রোকারেজ হাউজের জন্য নিম্নল্লোখিত পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের আগামী ১০ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে সিভি ও প্রয়োজনীয় শিক্ষাগত সনদের ফটোকপিসহ নিম্নল্লোখিত ঠিকানায় আবেদন করতে হবে।
পদের নামঃ অথরাইজড ট্রেডার
পদের সংখ্যাঃ ৩ জন (মেয়ে অগ্রাধিকার)।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূণতম বিএ/অনার্স সমমান।
পদের নামঃজুনিয়র অফিসার
পদের নামঃ সেলস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূণতম বিবিএ/এমবিএ/বিএসসি/অনার্স /মাষ্টার্স সমমান।
আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০১৯।
আবেদনের ঠিকানা: ৫৩ মতিঝিল (বা/এ), মডার্ন ম্যানশন (৩য় তলা), স্যুট নং: ০২, ঢাকা-১০০০।
ইমেইল: [email protected]
সম্পাদক : বি এম ওয়াহিদুজ্জামাননির্বাহী সম্পাদক: হাসান কবির জনিবানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |