নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির যুগে ঈদে শুধু নতুন কাপড়-চোপড়ের সাথে অনেকেই কেনেন নতুন ফোন। ক্রেতা চাহিদা মাথায় রেখে মোবাইল ফোন ব্যবসায়ীরাও এই মওসুমে নিয়ে আসেন নানান অফার। আসছে ঈদে বাজারের সেরা ব্র্যান্ডের ১০ হাজার টাকার মধ্যে থাকা ১০টি অ্যানড্রয়েড মোবাইলের তালিকা পাঠকদের জন্য প্রকাশ করা হলো-
গ্যালাক্সি এ২ কোর
উচ্চ ব্যবহার ক্ষমতা এবং অতিরিক্ত মেমোরি স্পেস দিতেই গ্যালাক্সি এ২ কোর এ ব্যবহার করা হয়েছে এর জন্যে বিশেষ ভাবে ডিজাইন করা অ্যানড্রয়েড গো এডিশন। আকারে ছোট অ্যানড্রয়েড ইন্সটলেশন প্যাকেজ সাইজ, লাইট অপারেটিং সিস্টেম এবং র্যামের বিস্ময়কর কার্যক্ষমতার মিশেলে এতে যেমন পাওয়া যাবে দুর্দান্ত গতি আর সঙ্গে সঙ্গে ব্যবহারেও আসবে স্বাচ্ছন্দ্য।
ফোনটিতে রয়েছে ইনবিল্ট ১৬ গিগাবাইট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারে বাড়িয়ে নেয়া যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।
গ্যালাক্সি এ২ কোর এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে কিউএইচডি ৫ ইঞ্চির ডিসপ্লে। ভিডিও দেখা কিংবা হাল্কা ধাঁচের গেম খেলবার জন্যে এটি একটি আদর্শ ফোন। ব্যবহারকারীরে শুধু যে উচ্চমানসম্পন্ন ভিডিও দেখতে পারবেন তাই নয়, টানা ১১ ঘণ্টা ভিডিও দেখা যাবে একবার চার্জেই। ক্যামেরার প্রশ্নেও কার্পণ্য করেনি এ২ কোর, এতে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার ছবি তুলতে সক্ষম।
সব বয়সিদের জন্যেই দারুণভাবে ব্যবহার উপযোগী ডিজাইন এর ফোনটি পাওয়া যাচ্ছে নীল, সোনালী এবং কালো এই তিনটি গ্লোসি রঙ এ। আকর্ষণীয় এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫৯০ টাকা।
হুয়াওয়ে ওয়াই ৫ ২০১৯
ওয়াটার ড্রপ নচ ফিচারের ৫ দশমিক ৭১ ইঞ্চির এ ফোনে মিলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ পাই সংস্করণ ব্যবহারের সুযোগ। ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এ ফোন দিয়ে দৈনন্দিন সব কাজ করা যাবে অনায়াসেই। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৩০২০ মিলি অ্যাম্পায়ারের ব্যাটারির এ ফোন কিনতে ক্রেতাদের গুনতে হবে ৯৯৯৯ টাকা।
একই সঙ্গে এ ফোন কিনে লটারির মাধ্যমে মোটরসাইকেল, থাইল্যান্ড ট্রিপসহ অন্যান্য উপহার পাওয়ার সুযোগ মিলবে।
শাওমি রেডমি ৬এ
“দেশের স্মার্টফোন” ট্যাগলাইন দেয়া শাওমির ৯৪৯৯ টাকা দামের এ ফোনে ঈদ উপলক্ষে ৫০০ টাকা ছাড়ে পাওয়া যাবে ৮৯৯৯ টাকায়। ২ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এ ফোনের ফুল ভিউ ডিসপ্লে ৫ দশমিক ৪৫ ইঞ্চির।ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৩০০০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারির এই ফোনে এআই ফেস আনলক সুবিধাও মিলবে। ডুয়াল ফোরজি সিম ব্যবহারের সুবিধার পাশাপাশি মেমরি কার্ড ব্যবহারের সুযোগও থাকছে এতে।
অনুমোদিত এমআই স্টোর থেকে ফোনটি কিনলে ১২ মাসে ১২ জিবি ইন্টারনেটসহ বিনামূল্যে বাংলালিংক সিম মিলবে।
প্রিমো এইচএইট
আকর্ষণীয় ডিজাইনের প্রিমো এইচএইট ২ জিবি এবং ৩ জিবি র্যামের দুটি আলাদা সংস্করণে পাওয়া যাচ্ছে বাজারে। ফোনটির ৩ জিবি ও ২ জিবি সংস্করণের মূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা এবং ৭,০৯৯ টাকা।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।
“প্রিমো এইচএইট” অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১.২৮ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, যাতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা।