নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলো। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্সিং, বে-লিজিং এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মাইডাস ফাইন্যান্সিং:
পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ জুন নির্ধারণ করা হয়েছে।
বে-লিজিং:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বে- লিজিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। আর এককভাবে হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ জুন নির্ধারণ করা হয়েছে।
পপুলার লাইফ:
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ২৭ পয়সা।
আর এককভাবে হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ জুন নির্ধারণ করা হয়েছে।