নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করা হয় বলে এটিকে বাজেট অধিবেশন বলা হয়।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হবে। তার আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বাজেট অধিবেশনের সময়সূচি।
যেহেতু এই অধিবেশনে বাজেট পাস হবে, তাই অধিবেশনটি দীর্ঘ হওয়ার সম্ভাবনাই বেশি। মঙ্গলবার শুরু হওয়া অধিবেশনে বৃহস্পতিবার ১৩ জুন প্রথম বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর এটি হবে দেশের ৪৮তম বাজেট। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হবে। বাজেটের এবারের প্রতিপাদ্য হলো “সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের”।
অন্যান্য বারের মতো এবারও অধিবেশনের শুরুতেই থাকছে প্যানেল সভাপতি মনোনয়ন। অধিবেশনের শুরুতে স্পিকার পাঁচজন প্যানেল সভাপতি মনোনীত করবেন। এই পাঁচজন স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং স্পিকারের চেয়ারে বসবেন। এরপর রয়েছে গত অধিবেশন থেকে এই অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রয়াত সংসদ সদস্য ও দেশ-বিদেশের বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব। এরপর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে আনিত জরুরি জন-গুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিশের নিষ্পত্তি।
আইন প্রণয়ন কার্যাবলীতে কার্য প্রণালী বিধির ২১১ বিধির (১) উপ বিধি অনুযায়ী তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন। এরপর দিনের কার্যসূচি শেষে বুধবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে।