সুস্থ আছেন অর্থমন্ত্রী, রুটিন চেকআপে গিয়েছিলেন হাসপাতালে
শেয়ারনিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট ঘোষণার দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গুজব রটেছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিকেল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার এপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন তিনি ইনশাল্লাহ ২০১৯-২০ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার সন্ধ্যার আগে অর্থমন্ত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বলে সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়, দুই দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অর্থমন্ত্রী। পরে ডেঙ্গু জ্বর ধরা পড়লে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি।
শেয়ারনিউজ; ১১ জুন ২০১৯
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |