নিজস্ব প্রতিবেদক: সূচকের মিশ্র প্রবণতা ও লেনদেনের মন্থরতায় শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন।
বুধবার দিনশেষে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। এসময় কোম্পানিগুলোর শেয়ার ৯ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারীদের আগ্রহে থাকা কোম্পানিগুলোর সিংহভাগই বিমা খাতের। আগ্রহের শীর্ষে থাকা ৫ কোম্পানির মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিশ্লেষণে দেখা যায়, বুধবার পুঁজিবাজারের মূল্যসূচক ও লেনদেন বাড়লেও সিংহভাগ কোম্পানির দর পতন হয়েছে। কিন্তু অধিকাংশ কোম্পানির দর পতনের মধ্যেও বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় কোম্পানিগুলোর শেয়ার দর ৯ শতাংশের বেশি বেড়েছে।
ফার্স্ট ফাইন্যান্স: ব্যবসায়িক দূরবস্থায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করতে পারে নি ফার্স্ট ফাইন্যান্স। কিন্তু বুধবার শেয়ার দরের উল্লম্ফনে সাকির্ট ব্রেকার স্পর্শ করেছে কোম্পানিটির শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার ৫.৮ টাকা থেকে বেড়ে ৬.৬০ টাকায় স্থিতি পেয়েছে।
২০০৩ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি ২০১৫ সালের পর বিভিন্ন জটিলতার কারণে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে নি। তাই হঠাৎ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পাওয়ার কারণ জানা নেই সংশ্লিষ্টদের।
রূপালি লাইফ ইন্স্যুরেন্স: অর্থবছর সমাপ্ত হলেও ৩১ ডিসেম্বর ২০১৮-এর জন্য এখনো ডিভিডেন্ড ঘোষণা করে নি রূপালি লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু বুধবার দিনশেষে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার ৬০.৩০ টাকা থেকে বেড়ে ৬৬.৩০ টাকায় স্থিতি পেয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স: জীবন বিমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯.৮৯ শতাংশ। এসময় কোম্পানিটির শেয়ার ২৭.৩ টাকা থেকে বেড়ে ৩০ টাকায় স্থিতি পেয়েছে। এদিন কোম্পানিটির ৩ লাখ ৯৬ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন হয়েছে।