নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে বস্ত্র খাতের এইচআর টেক্সটাইল। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে করপোরেট বন্ড ছাড়ার অনুমোদন দিয়ে চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, ৭ বছর মেয়াদে অবসায়ন যোগ্য করপোরেট বন্ড ছাড়বে কোম্পানিটি। বন্ডের মুনাফা হবে ফিক্সড রেট পদ্ধতিতে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। আর এই টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন বাড়াতে মূলধনী বিনিয়োগ এবং ঋণ পরিশোধে খরচ করবে।
৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড প্রদান করেছিল।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৬ পয়সা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা।