নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের কোম্পানি প্রগতী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়া কোম্পানিটি তাদের প্রথম প্রান্তিক (জানুয়ারি’১৯-মার্চ’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট, সকাল সাড়ে ১০ টায় কেআইবিসি অডিটরিয়াম, ফার্মগেইট, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।
এদিকে প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ২০১৯-মার্চ,২০১৯) কোম্পানিটির ৪ কোটি ৫৫ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৯ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছিলো ১১ কোটি ৩১ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৩২ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা।