নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য স্টক ডিভিডেন্ড ঘোষণার কারণ জানালো পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির পরিচালান পর্ষদ জানিয়েছে পরিশোধিত মূলধন বাড়াতে স্টক ডিভিডেন্ড দিবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, সমাপ্ত ২০১৮ অর্থ বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মূল কারণ হিসেবে তারা বীমা আইন-২০১০ অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াবে বলে জানিয়েছে।
কোম্পানিটি আরও জানায়, ঘোষিত স্টক ডিভিডেন্ড অর্জিত লাভ জমা রাখার জন্য ঘোষণা করা হয়নি। স্টক শেয়ারগুলি পুঁজি রিজার্ভ বা পুনর্মূল্যায়ন রিজার্ভ বা কোনও অবাস্তব লাভ বা অন্য কোনো কারণে করা হয়নি। যাতে পোস্ট-ডিভিডেন্ড রিটেইন্ড আর্নিংয়ে বা ঋণের ভারসাম্যে নেতিবাচক প্রভাব পরে।