নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংক বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে। ব্যাংকগুলো হলো: মার্কেন্টাইল ব্যাংক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৯ টাকা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৫ টাকা।