ঢাকা, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
সোমবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি সোমবার দর বৃ্দ্ধির শীর্ষে যেসব কোম্পানি সূচক কমলেও লেনদেন বেড়েছে কাস্টোডিয়ান লাইসেন্স পেয়েছে ইউসিবি ৭ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ ২৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা ইনডেক্স এগ্রোর আইপিও আবেদনের তারিখ নির্ধারণ সোনালী পেপারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ডিএসই’র পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের বিদায় সংবর্ধনা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

ডিএসইতে কপারটেকের তালিকাভুক্তি আটকেই থাকল

নিজস্ব প্রতিবেদক: আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটকে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তালিকাভুক্তি।

ডিএসই কর্মকর্তারা বলছেন, ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) তদন্ত প্রতিবেদন দেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী কপারটেকের ভাগ্য নির্ধারিত হবে।

বিএসইসি গত বছরের ডিসেম্বরে কপারটেকের আইপিও অনুমোদন করার পর বাজার থেকে ২০ কোটি টাকা তুলে নেয় কপারটেক ইন্ডাস্ট্রিজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তারা তালিকাভুক্তও হয়।

কিন্তু বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইপিওর প্রসপেক্টাসে “নিজেদের সুবিধামত হিসাব” দেখানোর অভিযোগ উঠলে ঢাকার বাজারে তাদের তালিকাভুক্তি আটকে যায়। অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় আইসিএবিকে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ তাদের প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু তালিকাভুক্তি না হওয়ায় প্রযুক্তি খাতের এ কোম্পানি লেনদেনে যেতে পারেনি। ডিএসইর তালিকাভুক্তি আটকে থাকায় সিএসইতেও এ কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়নি।

আইন অনুয়ায়ী সাবস্ক্রিপশন শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে তালিকাভুক্ত না হতে না পারলে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হয় কোম্পানিকে। কপারটেক ইন্ডাস্ট্রিজের সাবস্ক্রিপশন শেষ হয় ৬ এপ্রিল; সে অনুযায়ী রোববার ছিল তাদের তালিকাভুক্তির শেষ দিন।

কিন্তু রোববারও ডিএসই সিদ্ধান্ত বদলায়নি জানিয়ে ডিএসইর পরিচালক রকিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, “যেহেতু সাবস্ক্রিপশনের পর ৭৫ দিনেও ডিএসই কপারটেককে তালিকাভুক্ত করল না, এখন আইন অনুযায়ী বলা যায়, তাদের তালিকাভুক্তির বিষয়টি আটকে গেল।”

এখন কী হবে জানতে চাইলে ডিএসই কর্তৃপক্ষের একজন সংবাদ মাধ্যমকে বলেন, “এখন পুরো বিষয়টি নির্ভর করছে বিএসইসির ওপর। বিএসইসি যা বলবে, ডিএসই তাই করবে। বিএসইসি যদি কপারটেককে তালিকাভুক্ত করার কথা বলে, ডিএসইসি তালিকাভুক্ত করে নেবে। লেনদেন শুরু হবে।”

“আর বিএসইসি যদি ডিএসইসিকে সে ধরনের কোনো নির্দেশনা না দেয়, তাহলে কপারটেক ডিএসইতে তালিকাভুক্ত হবে না। লেনদেনও হবে না। সেক্ষেত্রে কপারটেককে বিনিয়োগকারীদের (আইপিও) টাকা ফেরত দিতে হবে।”

কপারটেকের ভাগ্য নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি বিএসইসির মুখপাত্র (নির্বাহী পরিচালক) সাইফুর রহমান। তিনি বলেন, “আমার কাছে এই মূহুর্তে এ বিষয়ে কোনো আপডেট নেই।”

কপারটেক যদি ডিএসইতে তালিকাভুক্ত না হয়, লেনদেন শুরু করতে না পারে, বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া টাকা যদি তাদের ফেরত দিতে হয়, তাহলে তা হবে বাংলাদেশের পুঁজিবাজারে জন্য নজিরবিহীন ঘটনা।

ডিএসই কর্তৃপক্ষ বলছে, কপারটেকের বিষয়ে বিএসইসি যে সিদ্ধান্তই নিক না কেন, তা যেন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে বলে তারা আশা করছে।

আগেও অনেক কোম্পানি মিথ্যা তথ্য দিয়ে আইপিও অনুমোদন নিয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগকারীদের ঠকিয়েছে। সে কারণে কপারটেকের নিরীক্ষা প্রতিবেদন পরীক্ষা করে দেখতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যকাউন্টেন্টস অব বাংলাদেশকে (আইসিএবি) নির্দেশ দেয় ফাইনানশিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)।

এফআরসির চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, “পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চাওয়া কপারটেকের নিরীক্ষা প্রতিবেদনে ভুল তথ্য পাওয়ার যে অভিযোগ পাওয়া গেছে সে বিষয়টি নিয়ে এখন নিরীক্ষা চলছে। আমরা আইসিএবিকে বলেছি আমাদের এ বিষয়ে জানাতে। আইসিএবির ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।”

তবে আইসিএবির পরিচালক সাইফুল ইসলাম তদন্ত শেষ না হাওয়ায় এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

ডিএসই পরিচালক রকিবুর রহমান শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের দুর্দশার বড় কারণ হল “মানসম্পন্ন কোম্পানির অভাব”। ভালো কেম্পানি কম, তাই ভালো বিনিয়োগ আসছে না, ভালো বিনিয়োগকারী তৈরি হচ্ছে না।

“সরকারি কোম্পানিগুলোকে বারবার বলা হলেও তারা পুঁজিবাজারে আসতে চাইছে না। মাঝখান থেকে সেই সুযোগে খারাপ কেম্পানি- যাদের আর্থিক অবস্থা ভালো না- তারা বিভিন্নভাবে বাজারে আসছে।

“আমরা আমাদের ডিএসইর নীতিমালা অনুযায়ী এখন থেকে খারাপ কোম্পানিগুলো যেন তালিকাভুক্ত হতে না পারে সেই চেষ্টা করব।”

কপারটেকের ক্ষেত্রেও তারা সেটাই করেছেন বলে মন্তব্য করেন ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান।

ডিএসই কর্তৃপক্ষের একজন নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন, “সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে তালিকাভুক্তির জন্য আমাদেরকে নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। আমরা মনে করি, সরকারের উপরের কোনো ব্যক্তি এ ধরনের কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত থাকতে পারেন না। তাদের নাম ব্যবহার করে এই চাপ দিয়ে একটি মহল তাদের সুনাম নষ্ট করছে।

“আমরা মনে করি, এফআরসির প্রতিবেদন পেয়ে তবেই কপারটেকের তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। তা না হলে আমরা এফআরসি করলাম কেন?”

তবে আর্থিক হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করে কপারটেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব এস কে মিরাজ আলী শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেগুলোর জবাব দিয়েছি।… যে অভিযোগ এসেছে সেগুলোও ঠিক নয়।”

শেয়ারনিউজ; ২৫ জুন ২০১৯

এ বিভাগের অন্যান্য সংবাদ

করোনায় আরও ১৮, শনাক্ত ৬০২

টিকা নেওয়ার পর সংক্রমণ থেকে সুরক্ষা পেতে কত দিন লাগে

দেশে পৌঁছাল বেক্সিমকোর ৫০ লাখ ভ্যাকসিন

দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার জন

খোলা তেল বিক্রি বন্ধ করে পাউস প্যাক চালুর নির্দেশ

৩০ জানুয়ারি রাতে ধীর গতিতে থাকবে ইন্টারনেট

করোনায় আরও ২০ মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩

করোনা পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের অনুমতি

করোনার টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার সুপারিশ

দীপন হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি

জেলখানায় কয়েদির নারীসঙ্গ নিয়ে তোলপাড়

দশম ও দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে এক দিন

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/27923/index.html
http://www.sharenews24.com/article/28162/index.html
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে চীন
  • রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
  • সোমবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
  • সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • সোমবার দর বৃ্দ্ধির শীর্ষে যেসব কোম্পানি
  • সূচক কমলেও লেনদেন বেড়েছে
  • নেপালের প্রধানমন্ত্রীকে দল থেকে বহিষ্কার
  • কাস্টোডিয়ান লাইসেন্স পেয়েছে ইউসিবি
  • ৭ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ
  • ২৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution