নিজস্ব প্রতিবেদক: পাস্তুরিত তরল দুধে অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকর কোনো উপাদান আছে কি না তা পরীক্ষা করতে চারটি ল্যাবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (১৪ জুলাই) এই আদেশ দেন।
ল্যাব ৪টি হলো- ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর বি) এবং সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার। এক সপ্তাহের মধ্যে এই পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। আগামী ২৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করেছেন আদালত।
গণমাধ্যমকে অনীক আর হক বলেন, পাস্তুরিত তরল দুধে কলিফর্ম কাউন্ট, এসইডিটি, ফরমালিন, ডিটারজেন্ট অ্যান্ড অ্যান্টিবায়েটিকসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষা করবে ৪ প্রতিষ্ঠান। এই ৪ ল্যাবরেটরির প্রতিনিধিদের উপস্থিতিতে বিএসটিআই এসবের নমুনা সংগ্রহ করবে। নমুনা সংগ্রহের পর এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করে আলাদা আলাদা প্রতিবেদন দিতে হবে বলে জানান এ আইনজীবী।