নিজস্ব প্রতিবেদক: মিউচ্যুয়াল ফান্ডে আস্থা ফিরিয়ে আনতে এ খাতে লভ্যাংশ আকারে আরআইইউ (প্রচলিত অর্থে বোনাস) প্রদান করার আইন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বে-মেয়াদি এবং মেয়াদি উভয় ফান্ডকেই এখন থেকে লভ্যাংশ হিসেবে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করতে হবে।
আজ অনুষ্ঠিত কমিশনের ৬৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, বে-মেয়াদি ফান্ডের ক্ষেত্রে মেয়াদি ফান্ডের মতো উদ্যোক্তার অংশ ফান্ড গঠনের তারিখ হতে এক বছর পর্যন্ত সংরক্ষণ এবং পরবর্তীতে উক্ত ধারণকৃত অংশের ১০ শতাংশ ফান্ডের অবসায়ন পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এতে এতোদিন মেয়াদি এবং বে-মেয়াদি ফান্ডের ক্ষেত্রে যে ভিন্নতা ছিলো তা দূর হবে।