নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ক্রয় প্রবণতায় ছিল বিনিয়োগকারীরা। এদিন বাজারে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল ৪ কোম্পানি। প্রত্যেকটি কোম্পানির শেয়ার দরই বেড়েছে ৯ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলো অল্প কিছু দিনের মধ্যেই ডিভিডেন্ড ঘোষণা করবে। তাই, যেসকল কোম্পানির শেয়ার সর্বনিম্ন অবস্থানে রয়েছে ও ভাল মুনাফা দিবে এমন কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে।