নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের ১২টি ট্রেকহোল্ডার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ১টি ট্রেকহোল্ডার সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে। তাই সিকিউরিটিজ হাউজগুলোর প্রতিনিধিদের শুনানী শেষে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জুলাই মাসে বিএসইসি’র এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ সতর্কপত্র ইস্যু করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
জানা যায়, সিকিউরিটিজ আইন পরিপালন না করায় ডিএসই’র ২৩১ নং ট্রেকহোল্ডার আকিজ সিকিউরিটিজ লিমিটেডকে সতর্ক করা হয়েছে। একই কারণে ডিএসই’র ১৩৯নং ট্রেকহোল্ডার আলোকো সিকিউরিটিজ লিমিটেড, ১০১ নং ট্রেকহোল্ডার ডয়টন হোল্ডিংস লিমিটেড, ৪০ নং ট্রেকহোল্ডার ইষ্টার্ন ক্যাপিটাল লিমিটেড।
এছাড়া আরো আছে ৬১নং ট্রেকহোল্ডার এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, ১৫৯নং ট্রেকহোল্ডার পিস সিকিউরিটিজ লিমিটেড, ৫৫ নং ট্রেকহোল্ডার ট্রান্সকন সিকিউরিটিজ লিমিটেডকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য সিএসই’র ৭৪নং ট্রেকহোল্ডার রাজা সিকিউরিটিজ লিমিটেডকেও সতর্ক করেছে বিএসইসি।