নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা তসলিম হোসেন (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তসলিম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুর গ্রামের আব্দুর রব মাষ্টারের ছেলে।
নিহতের মামা মাহবুবুর রহমান জানান, দুপুরে চিটাগাং রোডের উদ্দেশ তার ভাগ্নে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে সংবাদ পান তার ভাগ্নে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে ভাগ্নের মরদেহ পান। তবে, কীভাবে সড়ক দুর্ঘটনার হয়েছে তা জানতে পারেননি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. আতাউর রহমান জানান, সাদ্দাম মার্কেট ও সাইন বোর্ড এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তসলিম নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।