নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন যেতে দেরি হবে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রেলভবন সূত্রে রাতে ছেড়ে যাওয়া ট্রেনের নতুন সময়সূচি দেওয়া হয়।
রেলভবন সূত্রে জানানো হয়, যেসব ট্রেন বিলম্বে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে সেগুলো হলো-
৭৫৩ নং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ৬ ঘণ্টা ২০ মিনিট দেরিতে আনুমানিক রাত ৯টায় ছেড়ে যাবে।
উল্লেখ্য, টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কার্যক্রম শেষে ৪:৩০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা শুরু করেছে এবং ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।