নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির দর বেড়েছে ২৬ দশমিক ৪৮ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১৩ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার প্রগতি লাইফ শেয়ারের সর্বশেষ দর ছিল ১৩৯ টাকা, যা আগের দিনের চেয়ে ৬ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৬৭ শতাংশ বেশি। সমাপনী দরও ছিল ১৩৯ টাকা। এদিন ১ হাজার ৫৪৭ বারে কোম্পানিটির মোট ২ লাখ ৮৮ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯১ টাকা ও ১৬৫ টাকা ৭০ পয়সা।
চলতি ২০১৯ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিল ৫ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা বেড়ে ৫৬৫ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকায় দাঁড়িয়েছে। প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এ তহবিল বেড়েছে ১০ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। ২০১৮ হিসাব বছরের প্রথমার্ধ ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২২ কোটি ১৩ লাখ ৮০ হাজার ও ১০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।
সম্প্রতি পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যুর সুপারিশ করেছে প্রগতি লাইফের পরিচালনা পর্ষদ। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম ধরে প্রতিটি ১৫ টাকা দরে এসব শেয়ার ইস্যু করা হবে। এছাড়া পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
২৫ আগস্ট বেলা ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ২৮ জুলাই এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। বিএসইসির অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার-সংক্রান্ত আরেকটি রেকর্ড ডেট পরবর্তী সময়ে জানানো হবে।
বর্তমানে প্রগতি লাইফের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ১৭৫। কোম্পানিটির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল।
আসন্ন এজিএমে ১৫ শতাংশ স্টক লভ্যাংশের বিষয়টি অনুমোদিত হলে বোনাস শেয়ার সমন্বয়ের পর প্রগতি লাইফের মোট শেয়ার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১। ১০ টাকা অভিহিত মূল্য হিসাবে কোম্পানিটির রাইট শেয়ার-পূর্ববর্তী পরিশোধিত মূলধন ১৫ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৫১০ টাকা। প্রতিটি শেয়ারের বিপরীতে দুটি হিসাবে কোম্পানিটি মোট রাইট শেয়ার ইস্যু করবে ৩ কোটি ৭ লাখ ৩ হাজার ১০২টি। প্রতিটি রাইট শেয়ার ১৫ টাকা দরে কোম্পানিটি বাজার থেকে উত্তোলন করবে ৪৬ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৫৩৭ টাকা। এতে কোম্পানিটির রাইট শেয়ার-পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ৬১ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্র অনুযায়ী, ২০১৮ হিসাব বছর শেষে প্রগতি লাইফের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৭ কোটি ৬৬ লাখ টাকা, ২০১৭ হিসাব বছর শেষে যা ছিল ৫৩৩ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানির সম্পদ বেড়েছে ৩৪ কোটি ১২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির জীবন বীমা তহবিল ৩৩ কোটি ৬৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ কোটি ৩২ লাখ টাকা।