নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে বন্দরের সব রকম আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা দৈনিক অধিকারকে বলেন,পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর সোমবার থেকে কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ঈদুর-আযহা উপলক্ষে উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যাবসায়ীদের যৌথ উদ্যোগে বিগত ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকে কার্যক্রম। তবে ইমিগ্রেশন ব্যবস্থা সচল ছিল।