নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে ১৭৬৩টি বেসরকারি স্কুল-কলেজ। গেল বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত করা এসব প্রতিষ্ঠানের তালিকা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।
তিনি জানান, আমরা তালিকা চূড়ান্ত করে ১৪ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছি। তালিকাটি অনুমোদনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে প্রজ্ঞাপন জারি হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির তালিকায় চূড়ান্ত করা ১৭৬৩টি বেসরকারি স্কুল-কলেজের মধ্যে রয়েছেন প্রায় সাড়ে ৫শ’ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এক হাজারের মতো মাধ্যমিক বিদ্যালয়, ৬৭টি স্কুল অ্যান্ড কলেজ, ৯৪টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫৩ বেশি ডিগ্রি (অনার্স-মাস্টার্স) পর্যায়ের প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় সাড়ে ৯ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।