স্পোর্টস ডেস্ক: ইতিহাসে নাম লিখালেন মারনুস লাবুসচাগনে। টেস্ট ইতিহাসে প্রথম বদলি খেলোয়াড় হিসেবে নাম ওঠল অজি ক্রিকেটারের। সেটিও লর্ডস টেস্টে।
দ্বিতীয় অ্যাশেজের চতুর্থ দিনে ঘটে যায় একটা অঘটন। জোফরা আর্চারের ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতির এক মরণ বাউন্সার স্টিভেন স্মিথের ঘাড়ে আঘাত করে। মাঠেই লুটিয়ে পড়েন সাবেক অজি অধিনায়ক। ফিল হিউজের স্মৃতিই ফিরে আসছিল তখন। ব্যাটিং ছেড়ে ড্রেসিংরুমেও ফিরেছিলেন স্মিথ। পরে ফের ব্যাটিংয়ে নামেন।
প্রথম অ্যাশেজে টেস্টে জোড়া সেঞ্চুরি করা স্মিথ লর্ডস টেস্টেও দলকে ভরসা জোগাছিলেন একা। আর্চারের বাউন্সারে যখন আহত হন তখন ৮০ রানে ক্রিজে। পুরনায় ব্যাটিং ফিরে আরো ১২ রান করেন। তবে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখাতে পারেননি। যদি সেটির জন্য ফের ব্যাটিংয়ে নেমেছিলেন বলে জানান।
চতুর্থ দিন ফের ব্যাটিংয়ে নামলেও পরে দলের ফিল্ডিংয়ে ছিলেন না। পঞ্চম দিন জানা যায় চোট পাওয়ায় আর ব্যাটিং করতে পারবেন না স্মিথ। তার বদলে লাবুসচাগনে ব্যাটিং করবেন। লাবুসচাগনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্ত ক্রিকেটার হয়ে রইলেন।
চলতি বছরের জুলাইয়েই আইসিসির নতুন এই নিয়ম চালু করেছে। কোনো ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়লে তার পরিবর্ত ক্রিকেটার ব্যাটিং বা বোলিং করতে পারবেন। এর আগে পরিবর্ত ক্রিকেটার কেবল ফিল্ডিং করতে পারতেন।
লাবুসচাগনে অবশ্য ব্যাটিংয়ে স্মিথের অভাসটা মিটিয়েছেন দারুণভাবে। ৫৯ রান করে ম্যাচ ড্র করায় রেখেছেন বড় ভূমিকা। এদিকে তৃতীয় টেস্টে স্মিথকে পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেছে অজি টিম ম্যানেজমেন্ট।