ঢাকা, বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
পুঁজিবাজার নিয়ে ধারাবাহিক রোড শো বিএসইসির ৩০ কোম্পানির বোর্ড সভা বিকালে রিংসাইন টেক্সটাইলের বোর্ড পুনর্গঠন করলো বিএসইসি মার্জিন ঋণ ইস্যুতে সময় চায় বিএমবিএ, সিদ্ধান্তে অনঢ় বিএসইসি অলটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সাভার রিফ্যাক্ট্ররিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ এস আলম কোল্ডরোল্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ইয়াকিন পলিমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ একমি ল্যাবরেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ পুঁজিবাজারকে সাপোর্ট দিতে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

যে কারণে সরকারি শেয়ারে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা

শেয়ারনিউজ ডেস্ক: বিভিন্ন কর্পোরেশনের উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে নেয়ার সিদ্ধান্তে শেয়ারবাজারে সরকারি কোম্পানির শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে। দাম কমার আশঙ্কায় ইতিমধ্যে বিভিন্ন বিনিয়োগকারী সরকারি শেয়ার বিক্রি করে দিচ্ছে।

বিশেষ করে বড় কয়েকটি প্রতিষ্ঠান গত তিন দিনে প্রচুর শেয়ার বিক্রি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের বিশাল অঙ্কের টাকা বিভিন্ন ব্যাংকে এফডিআর করা আছে। এখান থেকে বছরে সুদ বাবদ অনেক টাকা আয় হয়।

আর এই তহবিল কোষাগারে তুলে নিলে এসব প্রতিষ্ঠানের আয় কমবে। তাদের মতে, শেয়ার বিক্রি আরও বাড়লে বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। তবে শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, এ তহবিল তুলে নিয়ে সরকারি কয়েকটি ব্যাংকও সমস্যায় পড়বে।

নাম প্রকাশ না করার শর্তে বড় একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, সরকার যে আইনটি করতে যাচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এর মধ্যে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের ধারণা সরকার এটি দ্রুতই বাস্তবায়ন করবে।

কারণ বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা তুলে নেয়া হচ্ছে। তিনি বলেন, সরকারি টাকা তুলে নিলে প্রতিষ্ঠানগুলোর আয়ে প্রভাব পড়বে। এ কারণে আমরা সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করছি।

রোববার এবং সোমবার তিতাস গ্যাস, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার বিক্রি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। উল্লেখ্য, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে লাগাতে একটি আইন করা হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে
জমা আইন ২০১৯’-এর খসড়া অনুমোদন দেয়া হয়। খসড়ায় গত মে পর্যন্ত ৬৯টি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ ২ লাখ ১২ হাজার ১শ’ কোটি টাকা সরকারি কোষাগারে আনার কথা বলা হয়েছে।

তবে জুন পর্যন্ত তা বেড়ে ২ লাখ ১৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্তের প্রভাব পড়ছে বিভিন্ন কোম্পানিতে। কারণ বর্তমানে শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোম্পানি রয়েছে। বিভিন্ন ব্যাংকে পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোবাংলা এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ৫৬ হাজার ৫৬৯ টাকার তহবিল রয়েছে।

বাজারে তালিকাভুক্ত ৩৫৬টি কোম্পানির মধ্যে সরকারি কোম্পানি ২০টি। এর মধ্যে পেট্রোলিয়াম কর্পোরেশনের ইস্টার্ন লুব্রিকেন্টস, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল।

পেট্রোবাংলার আওতাধীন তিত্যাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন পাওয়ার গ্রিড কোম্পানি এবং ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি।

এছাড়া অন্যান্য খাতের যেসব কোম্পানি রয়েছে সেগুলো হল- রেইন উইক যজ্ঞেশ্বর, ন্যাশনাল টিউব, রূপালী ব্যাংক, ইস্টার্ন ক্যাবল, আইসিবি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, উসমানিয়া গ্লাস, বাংলাদেশ সার্ভিস, এটলাস বাংলাদেশ, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।

এসব কোম্পানি বছরে যে টাকায় আয় করে উল্লেখযোগ্য একটি অংশ আসে ব্যাংকের এফডিআরের সুদ থেকে। আর সরকার তহবিল তুলে নিলে সুদ খাত থেকে প্রতিষ্ঠানগুলোর আয় কমবে। সামগ্রিকভাবে যা কোম্পানির আয়ে প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, এখানে দুটি দিক রয়েছে। প্রথমত, বাজেট বাস্তবায়নে চাপ বাড়ছে। ফলে অর্থ সংকটে পড়েছে সরকার। সে কারণে এই তহবিল নেয়ার চিন্তা করছে।

তবে ভালো কাজে বিনিয়োগ করলে সমস্যা নেই। কিন্তু এই তহবিল দিয়ে প্রশাসনিক ব্যয় মেটানো হলে, তার নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে এই টাকা তুলে নিয়ে ব্যাংক চাপে পড়বে। কারণ ব্যাংকগুলো এই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। তাই তাদের সময় দিয়ে এগুলো তুলে নিতে হবে।

শেয়ারনিউজ; ১০ সেপ্টেম্বর ২০১৯

এ বিভাগের অন্যান্য সংবাদ

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

অর্থমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের ওয়ান স্টপ সার্ভিস কমিটি

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ’

দেশে ফিটনেসবিহীন গাড়ি চার লাখ ৮১ হাজার

বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি ফারাহ

গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট

রাজস্ব আদায়ে কাস্টমসের গতিশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

করোনায় আরও ১৮, শনাক্ত ৬০২

টিকা নেওয়ার পর সংক্রমণ থেকে সুরক্ষা পেতে কত দিন লাগে

দেশে পৌঁছাল বেক্সিমকোর ৫০ লাখ ভ্যাকসিন

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/27923/index.html
http://www.sharenews24.com/article/28162/index.html
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • পুঁজিবাজার নিয়ে ধারাবাহিক রোড শো বিএসইসির
  • ৩০ কোম্পানির বোর্ড সভা বিকালে
  • রিংসাইন টেক্সটাইলের বোর্ড পুনর্গঠন করলো বিএসইসি
  • মার্জিন ঋণ ইস্যুতে সময় চায় বিএমবিএ, সিদ্ধান্তে অনঢ় বিএসইসি
  • অলটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • সাভার রিফ্যাক্ট্ররিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • এস আলম কোল্ডরোল্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ইয়াকিন পলিমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • একমি ল্যাবরেটরিজেরদ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • পুঁজিবাজারকে সাপোর্ট দিতে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution