ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/1259066044108520/
সর্বশেষ সংবাদ
কাসেম ইন্ডাস্ট্রিজের ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন বেঙ্গল উইন্ডসরের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন ৬ ক্রেতার সাথে মতিন স্পিনিংয়ের সুতা বিক্রির চুক্তি সংশোধন বিক্রেতা সংকটে হল্টেড ৪ কোম্পানি ২ কোম্পানির বোর্ড সভা আজ প্রথমদিনের সর্বোচ্চ দরে রিং সাইনের লেনদেন শুরু পায়রা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে কেপিসিএল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বীচ হ্যাচারি স্টাইল ক্রাফটের শ্রমিকদের সড়ক অবরোধ, অতঃপর... ২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

১১,২০,০০০ রোহিঙ্গার তথ্য আছে, ভোটার হতে পারবে না

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আসা ১১ লাখ ২০ হাজার রোহিঙ্গার আঙুলের ছাপ ও তথ্য নিয়ে রোহিঙ্গা সার্ভার প্রস্তুত করা হয়েছে। এখন কেউ চাইলেই ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবে না। বিভিন্ন মাধ্যমে রোহিঙ্গা নাগরিকের ভোটার হওয়ার বা এনআইডি পাওয়ার যে তথ্য এসেছে, তারা চেষ্টা করেছে। কিন্তু ভোটার হতে পারেনি। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার বিকেলে তিনি এসব কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় বিশেষ কার্যক্রম শেষ করে সার্ভারে তথ্য আপলোড করা হয়। এরপর ফিঙ্গার প্রিন্ট ম্যাচিং করে যারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য, কেবল তাদেরই অন্তর্ভূক্ত করা হয়।

তিনি বলেন, ১১ লাখ ২০ হাজার রোহিঙ্গাদের বায়োমেট্রিক আমাদের কাছে আছে। আমরা রোহিঙ্গা সার্ভার প্রস্তুত করেছি। এখন যাদের তথ্য নেওয়া হচ্ছে, তাদের আঙুলের ছাপ ও তথ্য প্রথমেই রোহিঙ্গা সার্ভারে ম্যাচ করে দেখা হচ্ছে। কারো তথ্য এই সার্ভারে ম্যাচ করলে মূল সার্ভারে আর যাওয়াই হবে না। এছাড়া খসড়া প্রকাশের পূর্বে আমরা ম্যচিং করবো। কাজেই তারা ভোটার হতে পারবে না।

তিনি আরো বলেন, লাকী বেগম নামের একজন স্মার্টকার্ড আনতে গেলে, মূল সার্ভার থেকে ধরা পড়ে তার এনআইডি সঠিক নয়। জিজ্ঞাসাবাদে চিহ্নিত হয়েছে- তাকে বৈধ এনআইডি দেওয়া হয়নি। তাই তাকে পুলিশে দেওয়া হয়। তারপর আমরা তদন্ত কমিটি গঠন করি। তাদের মাধ্যমে সঠিকভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে কিনা এসব দেখি। এতে ৪৬ জন ব্যক্তির ডাটা অসম্পূর্ণ পাওয়া যায়। কারো ফিঙ্গারপ্রিন্ট ঠিক মত নেই, কারো ফরম সঠিকভাবে আপলোড করা হয়নি। এটা আমরাই চিহ্নিত করেছি।

তিনি বলেন, চট্টগ্রামের ৩২ টি এলাকাকে আমরা বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করেছি। বিশেষ এলাকার জন্য বিশেষ ফরম পূরণ করা হয় এবং সার্ভারে তথ্য অন্তর্ভূক্তির জন্য বিশেষ কমিটির সুপারিশের প্রয়োজন পড়ে। উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে এসব বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে এই অপচেষ্টার সঙ্গে আমরা কক্সবাজারে দু’জন দালালের সম্পৃক্ততা পাই। তাদের পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আমাদের একজন পিয়ন এর সঙ্গে জড়িত আছে।

ব্রিগেডিয়ার সাইদুল বলেন, কোনো বিদেশী বা রোহিঙ্গা যাতে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে না পারে, এজন্য আমরা বদ্ধপরিকর। এজন্য সিকিউরিটি ফিচার পরিবর্তন করেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ কমিটিও যাতে সুচারুভাবে কাজ করে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা স্বচ্ছ ভোটার তালিকার জন্য বদ্ধপরিকর। বিদেশি বা রোহিঙ্গা যাতে না হতে পারে, সেজন্য বদ্ধ পরিকর।

৪৬ জনের ভোটার হওয়ার বিষয়ে তিনি আরো বলেন, এটা অপচেষ্টা। এখনো ভোটার হতে পারেনি। চেষ্টা তো করছে। কিন্তু সফল হতে পারবে না। ৪৬ জনের কেউ এনআইডি পায়নি। দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করা হচ্ছে। অপচেষ্টায় কেউই সফল হতে পারবে না। আমরা স্বচ্ছ ভোটার তালিকার জন্য বদ্ধপরিকর। বিদেশি বা রোহিঙ্গা যাতে না হতে পারে, সেজন্য বদ্ধ পরিকর।

আমরা অত্যন্ত সচেতন। কোনো রোহিঙ্গা বা বিদেশিকে অন্তর্ভূক্ত হতে দেবো না। যে স্ট্যাটাসের হোক, যে সংগঠনের হোক অপচেষ্টাকারীর বিরুদ্ধে আমার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ইসির অতিরিক্ত সচিব মো মোখলেছুর রহমান বলেন, চট্টগ্রামের ডবলমুরি উপজেলা নির্বাচন অফিসের একজন পিয়ন, জয়নাল আবেদিন; রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির অপচেষ্টায় জড়িত ছিলো প্রাথমিক তদন্তে এসেছে। তার বিরুদ্ধে আমার ফৌজদারী মামলা দেওয়া এবং বিভাগীয় মামলার ব্যবস্থা নিচ্ছি।

অন্য কেউ জড়িত আছে কিনা, সেটাও আমরা দেখছি। ভোটার করতে পারেনি, আইডি দিতে পারেনি, এটেম্প নিয়েছে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। কোনো মতে আইডি কার্ড যাতে না পায়, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। তারা ভোটার হতে পারবে না।

শেয়ারনিউজ; ১৬ সেপ্টেম্বর ২০১৯

এ বিভাগের অন্যান্য সংবাদ

কুমিল্লা উত্তর আ.লীগের সভাপতি রুহুল, সম্পাদক রোশন

হৃদরোগে আক্রান্ত হয়ে গাজীপুরে এডিসি’র মৃত্যু

আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না

চিরকুট লিখে অধ্যক্ষের কক্ষে কলেজছাত্রীর আত্মহত্যা

পুকুর খননের টাকা আত্মসাৎ, দুদকের জালে ২ সরকারি কর্মকর্তা

স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বাবুল চিশতি’র পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা

মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধে ইউজিসির নির্দেশ

জানুয়ারিতেই ঢাকার দুই সিটির ভোট

কুষ্ঠরোগ নির্মূলে সচেতনতা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/article/16403/index.html
http://www.sharenews24.com/article/19248/index.html
http://www.sharenews24.com/article/19249/index.html
http://www.sharenews24.com/article/13020/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • কাসেম ইন্ডাস্ট্রিজের ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
  • বেঙ্গল উইন্ডসরের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
  • ৬ ক্রেতার সাথে মতিন স্পিনিংয়ের সুতা বিক্রির চুক্তি সংশোধন
  • বিক্রেতা সংকটে হল্টেড ৪ কোম্পানি
  • ২ কোম্পানির বোর্ড সভা আজ
  • প্রথমদিনের সর্বোচ্চ দরে রিং সাইনের লেনদেন শুরু
  • পায়রা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে কেপিসিএল
  • প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বীচ হ্যাচারি
  • স্টাইল ক্রাফটের শ্রমিকদের সড়ক অবরোধ, অতঃপর...
  • ২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
  • সম্পাদক : বি এম ওয়াহিদুজ্জামান নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2019 Sharenews24.com. Developed by Green Tech Solution