ঢাকা, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
চাপে পড়ে পদত্যাগ করলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি ১৬ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা ফেব্রুয়ারিতে একীভূত হচ্ছে বিএসআরএম ও বিএসআরএম স্টিল ৩৩ বীমা কোম্পানির প্রয়োজন সাড়ে ৩৫ কোটি শেয়ার বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিংয়ের তারিখ নির্ধারণ বালি সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা ব্লক মার্কেটে আজও প্রভাতী ইন্সুরেন্সের বড় লেনদেন পুঁজিবাজারে ১৯৯৬ ও ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না দর পতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

সূচকের এক-তৃতীয়াংশ পতন ১০ কোম্পানির কারণে

নিজস্ব প্রতিবেদক: কিছুদিন ধরে দরপতন চলছে দেশের শেয়ারবাজারে। ব্যাপক কারসাজির পর ২০১০ সালের ডিসেম্বরে বাজারে ধস নেমেছিল। গত প্রায় নয় বছরে দরপতন রুখতে নানা উদ্যোগ নেওয়া হলেও তার প্রভাব বাজারে পড়ছে না। বাজার পরিচালনায় সুশাসনের ঘাটতিসহ নানা কারণে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরেছে।

বাজার-সংশ্নিষ্টদের অভিমত, এ কারণে অনেক ক্ষেত্রে ভালো কোম্পানির শেয়ারও ছেড়ে দিতে চাইছেন বিনিয়োগকারীরা। ওই শেয়ার কেনার জন্য যথেষ্ট ক্রেতা মিলছে না। ফলে দর হারাচ্ছে প্রায় সব শেয়ার। এতে সূচকের পতনও ত্বরান্বিত হচ্ছে।

চলতি দরপতন তিন সপ্তাহ গড়িয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৮৩ শতাংশের বেশি শেয়ার দর হারিয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩০৩ পয়েন্ট হারিয়ে ৪৯৩৩ পয়েন্টে নেমেছে। বর্তমানে ডিএসইএক্স সূচকটি গণনা করা হয় ২৮২ কোম্পানির শেয়ারদরের ওঠানামার ভিত্তিতে।

দেখা গেছে, গত তিন সপ্তাহে ২৮২ কোম্পানির মধ্যে ৫০টির দরপতনেই সূচকটি হারিয়েছে ২৩২ পয়েন্ট বা ৭৭ শতাংশ। আর সূচকের পতনে একক কোম্পানি হিসেবে যে দশ কোম্পানির ভূমিকা বেশি সেগুলোর কারণে ডিএসইএক্স হারিয়েছে প্রায় ১০৯ পয়েন্ট বা প্রায় ৩৬ শতাংশ।

ডিএসইর কর্মকর্তারা জানান, সূচক গণনা করা হয় কোনো কোম্পানির ফ্রি-ফ্লোট বা বাজারে সচরাচর লেনদেনযোগ্য শেয়ারের বাজার মূলধন ও বাজারদর ওঠানামার ভিত্তিতে। ভালো মানের শেয়ারগুলোর বাজারদরও বেশি হওয়ায় এগুলোর বাজার মূলধনও অন্য কোম্পানির তুলনায় বেশি। মূলধন বাঁচাতে বিনিয়োগকারীরা যখন বড় কোম্পানির শেয়ার বিক্রি করছেন, তখন কম-বেশি এসব শেয়ারের দরও কমছে। বাজার মূলধনে কোম্পানিগুলোর অংশ বেশি হওয়ায় তা সূচকের পতন ত্বরান্বিত হচ্ছে। সূচক দেখে অধিকাংশ বিনিয়োগকারী বিনিয়োগ করায় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।

দেখা গেছে, গত তিন সপ্তাহের সূচক পতনে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এ কোম্পানির শেয়ারের দরপতনে গত তিন সপ্তাহে সব মিলিয়ে ডিএসইএক্স সূচকটি হারিয়েছে ১৮ পয়েন্ট। ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণার পর গত ৯ সেপ্টেম্বর শেয়ারটির দর সংশোধনের বিষয়টি বিবেচনায় নিয়ে সূচক গণনা করা হয়েছে। বাজার-সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, গত আগস্টের শুরুতে কোম্পানিটির মালিকপক্ষ এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা দেয়। এই শেয়ার একটি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করা হবে। কিন্তু গুঞ্জন আছে, শেষ পর্যন্ত এই শেয়ার কেনাবেচা নাও হতে পারে। এ কারণে বেশ আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণার (১৩০ শতাংশ নগদসহ মোট ১৪০ শতাংশ) পরও শেয়ারটির দরপতন হচ্ছে। সর্বশেষ তিন সপ্তাহে প্রায় ৯০ টাকা দর হারিয়েছে। অবশ্য বোনাস লভ্যাংশ ঘোষণার কারণে এর মধ্যে ৩৮ টাকা দর সংশোধন হয়েছে।

সূচকের পতনে দ্বিতীয় সর্বোচ্চ কারণ বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। গত সপ্তাহে শেয়ারটির দর ৮৫ টাকা কমার কারণে সূচক হারিয়েছে প্রায় ১৮ পয়েন্ট।

একক কোম্পানি হিসেবে সূচকের পতনে তৃতীয় সর্বোচ্চ কারণ স্কয়ার ফার্মার দরপতন। কোম্পানিটির শেয়ারের দরপতনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে এ কোম্পানি থেকেও ক্রমান্বয়ে বিদেশি বিনিয়োগ কমছে। দেখা গেছে, গত তিন সপ্তাহে শেয়ারটির দর প্রায় আট টাকা কমেছে। এ কারণে সূচক হারিয়েছে অন্তত ১৬ পয়েন্ট।

সূচক পতনে চতুর্থ থেকে ষষ্ঠ অবস্থানে থাকা ব্র্যাক, দ্য সিটি এবং ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচক হারিয়েছে যথাক্রমে ১০ দশমিক ৬০, ১০ দশমিক ২১ এবং ৯ দশমিক ২০ পয়েন্ট। জুনকেন্দ্রিক হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা শুরু হওয়ায় এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বিনিয়োগে আগ্রহ কম থাকে বিনিয়োগকারীদের। এ কারণে প্রায় প্রতি বছরই এ সময় দর হারায় এসব শেয়ার। তবে বাজারে সার্বিকভাবে দরপতন শেয়ারগুলোর পতনকে ত্বরান্বিত করেছে।

সূচকের পতনে গ্রামীণফোনের দরপতন ছিল সপ্তম অবস্থানে। কোম্পানিটির মুনাফায় প্রবৃদ্ধির ধারা কিছুটা স্লথ হয়ে আসার পাশাপাশি বিদেশি বিনিয়োগ হ্রাসের কারণে শেয়ারটি গত এপ্রিলের প্রথম দিন থেকে দর হারাচ্ছে। এর সঙ্গে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার কর দাবির ইস্যুটি দরপতনে নতুন মাত্রা দিয়েছে। গত সাড়ে পাঁচ মাসে শেয়ারটির দর ৪১৭ টাকা থেকে ৩০৪ টাকায় নেমেছে। গত তিন সপ্তাহেই শেয়ারটি দর হারিয়েছে প্রায় ১৬ টাকা।

গত তিন সপ্তাহে সূচকে এরপর নেতিবাচক প্রভাব ফেলেছে এমন কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড (৬.৮৩ পয়েন্ট), পূবালী ব্যাংক (৫.৪৫ পয়েন্ট) এবং আইডিএলসি (৫.৩৩ পয়েন্ট)। এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ-হোলসিম, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের কারণে ৪ থেকে ৫ পয়েন্ট করে হারিয়েছে সূচক।

সূচকের পতন পর্যালোচনায় দেখা গেছে, একক খাত হিসেবে ব্যাংকের কারণেই গত তিন সপ্তাহে ডিএসইএক্স সূচক হারিয়েছে অন্তত ৯২ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ নেতিবাচক প্রভাব ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাতের। খাতটির অধিকাংশ শেয়ারের দরপতনে সূচক হারিয়েছে ৪৪ পয়েন্ট। বস্ত্র খাতের কারণে সূচক হারিয়েছে ৩২ পয়েন্ট, প্রকৌশল খাতের কারণে ২৪ পয়েন্ট এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের কারণে হারিয়েছে প্রায় ২৪ পয়েন্ট। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের কারণে ১৭ পয়েন্ট এবং সাড়ে ১৭ পয়েন্ট হারিয়েছে ডিএসইএক্স।

শেয়ারনিউজ; ১৭ সেপ্টেম্বর ২০১৯

এ বিভাগের অন্যান্য সংবাদ

করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৬৫৬

পৌর নির্বাচনে নৌকার বিপক্ষে গেলেই কঠোর ব্যবস্থা: কাদের

সংসদে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

তিনকোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান : প্রধানমন্ত্রী

উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার : স্বাস্থ্য সচিব

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

সৌদি দূতাবাসের ১২ শর্তে বেকায়দায় রিক্রুটিং এজেন্সি

২৮ ফেব্রুয়ারি ৩১ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ

গ্যাস খাতে আর্থিক সংকট সামাল দিতে নতুন নিয়ম জারি

চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: সংসদে শিল্পমন্ত্রী

করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৭০২

বাংলাদেশসহ ৫ দেশের গৃহকর্মী ভিসা চালু কুয়েতে

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/27923/index.html
http://www.sharenews24.com/article/28162/index.html
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • শপথ নিলেন বাইডেন-কমলা
  • চাপে পড়ে পদত্যাগ করলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি
  • ১৬ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন ট্রাম্প
  • ফেব্রুয়ারিতে একীভূত হচ্ছে বিএসআরএম ও বিএসআরএম স্টিল
  • ৩৩ বীমা কোম্পানির প্রয়োজন সাড়ে ৩৫ কোটি শেয়ার
  • বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিংয়ের তারিখ নির্ধারণ
  • বালি সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা
  • ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা
  • ব্লক মার্কেটে আজও প্রভাতী ইন্সুরেন্সের বড় লেনদেন
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution