নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত মেঘনা পেট্টোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫.১২ টাকা।
২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটি এ ক্যাটাগরির আওতাভুক্ত। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা।
৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫.৬৯ টাকা।