নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২.৫১ টাকা। গত বছর সমন্বিত আয় ছিলো না। এ বছর কোম্পানিটির বহরে সহযোগী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
আর এককভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ২.২৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.৮১ টাকা।
গত ২৬ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময় কোম্পানিটির পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক।
আলোচিত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০১টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৬৭.২৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।