নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে “খ” ইউনিটে ভর্তি ইচ্ছুকদের সোমবারের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়েছে।
সেখানে বলা হয়, কলা অনুষদভুক্ত “খ” ইউনিটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির নতুন সময়সূচি অনুযায়ী ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
পরদিন সকাল ৯টা থেকে মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। ১৮ নভেম্বর মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে এবং ১৯ নভেম্বর মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
আরও জানানো হয়, ভর্তির সাক্ষাৎকার কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।