নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের সিমেন্ট খাতের তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সোমবার পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৬.১৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।
১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরির আওতাভুক্ত। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২৪ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৭৮.৭০ টাকা। বিগত ১ বছরে কোম্পানিটির সর্বোচ্চ বাজার দর ছিল ১০৯.৬০ টাকা।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।