নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৬ পয়সা।
কেডিএস এক্সেসরিজের বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২০ টাকা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৯৪ টাকা।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। “এ” ক্যাটাগরির তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৩ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।