নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ২৬ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিলো ৩৪ টাকা ৯০ পয়সা।
শাহজিবাজার পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২৮ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩২ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৩.৮৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জানুয়ারি । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।