নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত যমুনা অয়েল ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ১৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১.১৯ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৬৭.৬১ টাকা।
এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ১৬৬.২০ টাকা।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য ১৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা প্রদান করেছিল।