নিজস্ব প্রতিবেদক: জুন মাসে বছর শেষ হওয়া তালিকাভুক্ত ২১৬টি কোম্পানি ও ফান্ড তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান খুব ভালো ডিভিডেন্ড দিলেও কিছু প্রতিষ্ঠান নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করেছে আবার কিছু প্রতিষ্ঠান কোনো ডিভিডেন্ডই দেয়নি।আর ৫ শতাংশের নিচে ডিভিডেন্ড দিয়েছে ১৭ শতাংশ কোম্পানি।ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, আলোচিত অর্থবছরে (২০১৮-১৯) ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৪টি বা ৯০ শতাংশ কোম্পানি ও ফান্ড শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ৩৬ বা ১৭ শতাংশ প্রতিষ্ঠান নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে অর্থাৎ ৫ শতাংশের নিচেও ডিভিডেন্ড দিয়েছে আর বাকি ২২টি বা ১০ শতাংশ প্রতিষ্ঠান কোনো ডিভিডেন্ড দেয়নি।
তথ মতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬ কোম্পানি ৫ শতাংশের নিচেও ডিভিডেন্ড দিয়েছে। এদের মধ্যে ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে ৫টি কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে:- তসরিফা ইন্ডাস্ট্রিজ,খুলনা প্রিন্টিং এবং প্যাকেজিং,সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ফিড ও ফু ওয়াং সিরামিক। এবং ২ থেকে ৪ দশমিক ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ৩১ টি কোম্পানি। এগুলোর মধ্যে ৩ শতাংশ ও ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানির সংখ্যা বেশি।
অপরদিকে ডিভিডেন্ড ঘোষণা করেনি ২২টি কোম্পানি। নিয়ম অনুসারে প্রতিষ্ঠানগুলোর ডিভিডেন্ড না দেয়ার কারণে "জেড" ক্যাটাগরিতে নেমে গেছে। তবে ২২টির মধ্যে ১৩টি কোম্পানি আগে থেকেই জেড ক্যাটাগরিতে লেনদেন করছে। বাকি ৯টি নতুন যুক্ত হয়েছে।