ঢাকা, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/1259066044108520/
সর্বশেষ সংবাদ
সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ম্যাকসন স্পিনিং পতনের বাজারে দুর্বল কোম্পানির দাপট ডিএসইর ব্লকে লেনদেন বেড়ে তিনগুণ চলতি সপ্তাহে ৩৩ কোম্পানির এজিএম তিন শতাংশ সূচকের সঙ্গে লেনদেন কমল ৩২ শতাংশ পুঁজিবাজারে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা একটিভ ফাইন কেমিক্যালসের মুনাফায় ধস এএফসি এগ্রো বায়োটিকের মুনাফা কমেছে ডরিন পাওয়ারের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

কসবার রেল দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, তুর্ণা-নিশীথার লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার এবং গার্ডের অবহেলার কারণেই গত ১২ নভেম্বর দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কসবার মন্দবাগ রেল স্টেশন এলাকায় “রেল দুর্ঘটনা” ঘটে।

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটিগুলোর দাখিলকৃত পৃথক-পৃথক তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ৭৪১ নম্বর আন্তনগর এক্সপ্রেস ট্রেন “তুর্ণা-নিশীথার” লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার এবং ওই ট্রেনের গার্ড ট্রেন চলাচলের সিগন্যাল যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনার ফলে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

বুধবার (২০ নভেম্বর) রেলমন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি জানান কসবার রেল দুর্ঘটনায় গঠিত কমিটিগুলোর প্রত্যেকটির রিপোর্টেই দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রায় এক ধরনের বক্তব্য পেশ করা হয়েছে। প্রত্যেক তদন্ত প্রতিবেদনে সিগন্যাল অমান্য করায় সংঘটিত এ দুর্ঘটনার জন্য তুর্ণা-নিশীথার লোকোমাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে এবং গার্ড মো. আব্দুর রহমানকে দায়ী করা হয়।

রেলমন্ত্রী তদন্ত প্রতিবেদন গুলোর ভিত্তিতে সাংবাদিকদের বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী ৭২৪ নম্বর উদয়ন এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য লুপ লাইনে প্রবেশের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা-নিশীথা এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে মর্মান্তিক এ ট্রেন দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেল পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিজিবিসহ সকল সরকারী সংস্থা স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

রেলমন্ত্রী বলেন, ঘটনা জানার সাথে সাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে যান এবং আহতদের সর্বোচ্চ সুচিকিৎসার নির্দেশনা দেন। দুর্ঘটনায় নিহত ১৫ জনের লাশ ন্যুনতম আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ঢাকার সিএমএইচে ১ (এক) জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ (এক) জন মোট ২ (দুই) জন চিকিৎসারত অবস্থায় মারা যায়।

রেলপথ মন্ত্রী উল্লেখ করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা এবং পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয় হতে নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা করে এবং আহতদের পরিবার প্রতি ১০,০০০ টাকা করে সাহায্য করার ঘোষণা দেয়া হয়।

মন্ত্রী বলেন, ঘটনার পর পরই ঘটনাটি তদন্তের জন্য রেলপথ মন্ত্রণালয়ের একটি, বাংলাদেশ রেলওয়ের দু’টি এবং স্থানীয় জেলা প্রশাসনের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ৩টি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছে।

রেলমন্ত্রী বলেন, পৃথক ৩টি কমিটিই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার এবং গার্ডদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে লোকোমোটিভে সিসি ক্যামেরা স্থাপন করা, ট্রেনের অপারেশনের সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণসহ মোট ৫টি সুপারিশ করেছে।

তিনি বলেন, আমরা আশা করি, এ সকল সুপারিশ বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এবং উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ; ২০ নভেম্বর ২০১৯

এ বিভাগের অন্যান্য সংবাদ

আসাদুজ্জামান নূরকে নিয়ে ত্রাণ প্রতিমন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

ফেনীতে হিন্দু যুবকের ইসলাম গ্রহণ

আগামী বছরেই বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: কাদের

বোনের বিয়ের টাকা যোগাড় করা হলো না আসাদের

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুমিল্লা উত্তর আ.লীগের সভাপতি রুহুল, সম্পাদক রোশন

হৃদরোগে আক্রান্ত হয়ে গাজীপুরে এডিসি’র মৃত্যু

আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না

চিরকুট লিখে অধ্যক্ষের কক্ষে কলেজছাত্রীর আত্মহত্যা

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/article/16403/index.html
http://www.sharenews24.com/article/19248/index.html
http://www.sharenews24.com/article/19249/index.html
http://www.sharenews24.com/article/13020/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে
  • বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ম্যাকসন স্পিনিং
  • পতনের বাজারে দুর্বল কোম্পানির দাপট
  • ডিএসইর ব্লকে লেনদেন বেড়ে তিনগুণ
  • চলতি সপ্তাহে ৩৩ কোম্পানির এজিএম
  • তিন শতাংশ সূচকের সঙ্গে লেনদেন কমল ৩২ শতাংশ
  • পুঁজিবাজারে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
  • একটিভ ফাইন কেমিক্যালসের মুনাফায় ধস
  • এএফসি এগ্রো বায়োটিকের মুনাফা কমেছে
  • তিন ক্যামেরার সেরা চার স্মার্টফোন
  • সম্পাদক : বি এম ওয়াহিদুজ্জামান নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2019 Sharenews24.com. Developed by Green Tech Solution