নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের আইটি বা তথ্য প্রযুক্তি খাতের মোট ৯টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। কোম্পানিগুলোর জুলাই-সেপ্টেম্বর’১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় ৫টি বা ৫৫.৫৫ শতাংশ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে।
জানা যায়, আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ০.৯১ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ১ টাকা ০৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় কমেছে ৮৮ পয়সা বা ৮২ শতাংশ।
ইনটেক লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ০.০৯ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ০.৮৫ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় কমেছে ০.৭৬ পয়সা বা ৮৯ শতাংশ।
অগ্নি সিমেস্টমসের শেয়ার প্রতি আয় করেছে ০.১৭ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ০.৩১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় কমেছে ৪৫ শতাংশ।
আইটিসি প্রথম প্রান্তিকে আয় করেছে ০.১৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ০ .২৬ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় কমেছে ০.০৭ টাকা বা ২৬ শতাংশ।
বিডিকম অনলাইন আয় করেছে ০.২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ০ .৩৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় কমেছে ০.০৭ টাকা বা ২১ শতাংশ।
এছাড়া প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, ড্যাফোডিল কম্পিউটার্স, জেনেক্স ইনফোসিস ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।