নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পচিালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:
এএফসি এগ্রো বায়োটিক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটিক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২২ টাকা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
একটিভ ফাইন কেমিক্যালস:
একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৭ টাকা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
বঙ্গজ লিমিটেড:
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫৯ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২.২২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১.৩০টায়, ফ্যাক্টরী প্রাঙ্গণ, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সাফকো স্পিনিং মিলস:
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য “নো ডিভিডেন্ড” ঘোষণা করেছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৪৯ পয়সা লোকসান করেছে। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪১ পয়সা (রিস্টেটেড)।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ২৯ পয়সা, যা আগের বছর এই সময়ে ছিল ৩ টাকা ৩০ পয়সা।
গত ৩০ জুন, ২০১৯ তারিখে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ১৭ টাকা ২৩ পয়সা। আগের বছরের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিসে ছিল ১৭ টাকা ৬৭ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সায়হাম নগরে অবস্থিত কোম্পানির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে এর বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।
এমবি ফার্মাসিটিউক্যালস:
৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৪ টাকা ৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
বিডি সার্ভিস লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৭৩ টাকা। এছাড়া সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি দায় দাঁড়িয়েছে ২.০৩ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৫৬ টাকা (নেগেটিভ)।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায়, ইন্টার কন্টিনেন্টোল, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।