নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগের মাসের তুলনায় নভেম্বরে সরকারের রাজস্ব আদায় কমেছে ২১ শতাংশ। উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি কমার কারনে সরকারের রাজস্ব আদায়ে এই ভাটা পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসে ডিএসইর মাধ্যমে রাজ্ব আদায় হয়েছে ৮ কোটি ৮৫ লাখ টাকা। যার পরিমাণ অক্টোবর মাসে ছিল ১১ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ২ কোটি ৩৮ লাখ টাকা বা ২১ শতাংশ।
চলতি বছরের নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে নভেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৮৫ লাখ টাকা।
আর উদ্যোক্তা পরিচালক বা প্রেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৪ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে অক্টোবর অন্যদিকে আগের মাসে অর্থাৎ অক্টোবরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ২ লাখ টাকা রাজস্ব আদায় হয়। মাসে মোট রাজস্ব আদায় হয় ১১ কোটি ২৩ লাখ টাকা।