নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ২জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন করা হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কিছুদিনের মধ্যে ২জন পরিচালক অবসর নেবেন ফলে বিধি অনুসারে ২জন শেয়ারহোল্ডার পরিচালকের পদ শূন্য হবে। যে ২জন পরিচালক অবসর নেবেন তারা হলেন-এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।
তফসিল অনুসারে, কোনো ট্রেকহোল্ডার তাদের প্রতিনিধির নাম পরিবর্তন করতে চাইলে তা আগামী বুধবার (৪ ডিসেম্বর) পর্যন্ত করতে পারবেন।
আগামী ৮ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১২ ডিসেম্বরের মধ্যে তা জমা দেওয়া যাবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ।