নিজস্ব প্রতিবেদক: অবশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রোশন আলী মাস্টারের নাম ঘোষণা করা হয়েছে। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার জেলার চান্দিনা উপজেলা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা (উত্তর) আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কিন্তু ওই দিন কমিটির নাম ঘোষণা না করায় কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে দলীয় ফোরামে নানা গুঞ্জন শুরু হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, জননেত্রী শেখ হাসিনা দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা তা করতে সব রকমের পদক্ষেপ গ্রহণ করব। এজন্য তিনি দলের নবীন ও প্রবীণ নেতাকর্মীদের সহায়তা ও পরামর্শ কামনা করেছেন।