ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
Sharenews24

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দশ কোম্পানির শেয়ার

২০২৩ আগস্ট ১৩ ১৫:৩০:০৭
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দশ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৩ আগস্ট) শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ৯ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির দর বেড়েছে, ৮৯টির দর কমেছে এবং ১৭১টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে ১০ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পদ্মা অয়েল, একমি ল্যাবরেটরিজ, মীর আক্তার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, সিঙ্গার বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ পদ্মা অয়েলের শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ০.১৪ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ২০৯ টাকা ২০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২০৯ টাকা ৫০ পয়সায়।

এছাড়াও আজ তালিকাভুক্ত আরও ৯টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হতে দেখা গেছে। তবে দিন শেষে কোম্পানিগুলোর শেয়ার আবারও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।

আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে আবারও ফ্লোর প্রাইসে ফিরে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে একমি ল্যাবরেটরিজ, মীর আক্তার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, সিঙ্গার বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার আজ ভালো লেনদেন করে ওপরে ওঠার চেষ্টা করেছে। তবে লেনদেনের শেষদিকে বাজারে অস্বাভাবিক সেল প্রেসার দেখা গেছে অন্যান্য কোম্পানির শেয়ারের মতো এই শেয়ারগুলোও পিছুটান দেয়। ফলে শেষ বেলায় শেয়ারগুলো ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়।

শেয়ারনিউজ, ১৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে