নিজস্ব প্রতিবেদক: এডিএন টেলিকম লিমিটেডের লেনদেন সোমবার (৬ জানুয়ারি) শুরু হয়েছে। কোম্পানিটি সোমবার ৪০ টাকা ৫০ পয়সায় লেনদেন শুরু করেছে। ২৭ টাকা মূল্যে ইস্যুকৃত শেয়ারটি ৫০ শতাংশ বা ১৩.৫০ টাকা বেড়ে লেনদেন হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার ( ৬ জানুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সাথে এই কোম্পানির লেনদেন শুরু হয়।পুঁজিবাজারে কোম্পানিটি “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে “ADNTEL”। আর কোম্পানি কোড ২২৬৫১।
সকাল থেকে কোম্পানিটির শেয়ার দর ৪০.৫০ টাকায় লেনদেন হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করার পাশাপাশি কোম্পানিটির শেয়ার এক পর্যায় বিক্রেতা সংকেট হল্টেড হয়ে যায়।
জানা গেছে, এডিএন টেলিকমের আজ মোট ৪০ লাখ ৯৮ হাজার ৪৭০টি শেয়ার ৪ হাজার ৯২৬ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। আইপিও’র নতুন নিয়ম অনুযায়ী, আগামীকাল কোম্পানির শেয়ার দর বাড়া-কমার সার্কিট ব্রেকার থাকবে আজকের দরের ৫০ শতাংশ।
এদিকে প্রথম প্রান্তিক (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন অনুযায়ী এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। এক্ষেত্রে কর পরিশোধের পর মুনাফা ২ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ২৩ টাকাকে আইপিও পূর্ববর্তী ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার শেয়ারকে ভাগ করে প্রথম প্রান্তিকের ইপিএস বের করা হয়েছে।