নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের উন্নয়নে এবং এ বাজারে ভাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি আনতে সহায়তা করবে দেশের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)।
রোববার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) একটি প্রতিনিধি দল ডিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে এ আশ্বাস দেয় সংগঠনটি।
জানতে চাইলে বিএমবিএ’র প্রেসিডেন্ট মো: ছায়েদুর রহমান জানান, ডিসিসিআই’র সাথে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এসময় পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আলোচনাকালে ডিসিসিআই প্রেসিডেন্ট দেশের পুঁজিবাজারের উন্নয়নে বিএমবিএসহ স্টক এক্সচেঞ্জগুলোকে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের নব নির্বাচিত সভাপতি শামস মাহমুদ, বিএমবিএ’র সভাপতি মো: ছায়েদুর রহমানসহ দুই সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।