নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: বিবিএস কেবলস এবং ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য বিবিএস কেবলস ১০ শতাংশ ক্যাশ এবং ডোরিন পাওয়ার ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।স্টকসহ মোট ২০ শতাংশ এবং রিং শাইন টেক্সটাইল লিমিটেড ১৫ শতাংশ স্টক ডিভেডেন্ড দিয়েছে দিয়েছিলো।