নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্যাপক বিক্রয় চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক হারিয়েছে ৮৮.৯৬ শতাংশ। এসময় বাজারের ৩১৩টি কোম্পানি ও ফান্ডের দাম কমেছে। কিন্তু ৯টি কোম্পানির শেয়ার দর কমেছে ৯ শতাংশের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসএস স্টিল: কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর দাম ছিল ২১ টাকা ১০ পয়সা দরে। এর থেকে ১ টাকা ১০ পয়সা কমিয়ে ২০ টাকায় প্রথমে ১৫ হাজার ৫০টি শেয়ার বিক্রির প্রস্তাব আসে। তবে কেউ এই দামে শেয়ার কিনতে রাজি হননি।
এরপর কয়েক দফা কমে একপর্যায়ে ১৯ টাকা ১০ পয়সা দামে ৯০ হাজার ১১৯টি শেয়ার বিক্রির প্রস্তাব আসে। এ দামেও কেউ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হননি। ফলে শেয়ার দাম কমে সার্কিট বেকারের (দাম কমার সর্বোচ্চ সীমা) কাছে চলে আসে। এরপরও কোম্পানিটির শেয়ারের ক্রেতা শূন্যই থেকে গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এ কোম্পানির মোট শেয়ারের ৩২ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৯ দশমিক ৬৭ শতাংশ শেয়ার।